চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

0
382

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের পক্ষ হতে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের (দশপাকিয়া) সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত নেতা ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, চেয়ারম্যান আতিয়ার রহমান, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আসলাম উদ্দিন, সংশ্লিষ্ঠ ইউপি সদস্য আব্দুস সালাম, আল আমিন প্রমুখ। এ সময় প্যানেল মেয়র মোঃ শাহিন, আ’লীগ নেতা সহ ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here