বাবার সাথে অভিমান করে, সুইসাইড নোট লিখে ছেলের আত্মহত্যা

0
583

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাবার সাথে অভিমান করে সুইসাইড নোট লিখে সিরাজগঞ্জের বেলকুচিতে ফাহিম আহাম্মেদ (২১) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২২ মার্চ) রাত ১০ টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহিম আহম্মেদ ওই এলাকার তাঁত ব্যবসায়ী হাজী ফজল প্রামানিকের ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ফাহিম বাবার চেকে নকল সই করে ব্যাংক থেকে ১লাখ টাকা তুলতে যায়। ব্যাংক কর্মকর্তা ফাহিমের বাবা হাজী ফজল প্রামানিককে বলে দেয়। পরে ফজল প্রামানিক ছেলেকে গালমন্দ করে। পরে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমোতে যায় ফাহিম। সন্ধ্যার পরও ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের হাতে তার বাবাকে উদ্দেশ্য করে লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে বাবা আমি তোমার খারাপ ছেলে না। রাগ একটু কমাও, সবার কথা ভাব আর মনের কথা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার কোন ক্ষতি করবো না। প্রমিজ তোমার অনেক টাকা নস্ট করেছি মাফ করে দিও।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here