আঞ্চলিক সংকট নিয়ে ট্রাম্প-এরদোগান ফোনালাপ

0
418

খবর৭১: তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৃহস্পতিবার বিকালে আঞ্চলিক সংকট এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফোনালাপ হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইবরাহিম কালাম বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রেসিডেন্টের ফোনে কথা হয়েছে।-খবর হুররিয়াত ডেইলির।

সিরিয়ার আফরিন প্রদেশে তুরস্ক অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করার পর ২৪ জানুয়ারি দুই নেতার মধ্যে সর্বশেষ কথা হয়েছে। এই অভিযানের পরই দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে।

সিরীয় কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও তাদের সশস্ত্র শাখা পিপলস প্রটেকশন ইউনিটসকে(ওয়াইপিজি) সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে দুই পক্ষের মধ্যে এ সম্পর্ক নিয়ে বহু আগ থেকে তুরস্ক আপত্তি করে আসছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here