ক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ যুবমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপিকে সংবর্ধনা

0
460

মাগুরা প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ যুবমন্ত্রী নির্বাচিত হওয়ারয় গতকাল কাল  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপিকে সংবর্ধনা দিয়েছে শালিখা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে  শালিখা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সহকারি পুলিশ সুপার(শালিখা সার্কেল) আবির সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতি ইউনিয়নের চেয়ারম্যান বিমোলেন্দু শিকদার, রানা আমির ওসমান।

উল্লেখ্য,২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতের উড়ষ্যিার রাজধানী ভুবনশ্বেরে অনুষ্ঠিত  সাউথ এশিয়ান ইয়ুথ সামিটে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুবমন্ত্রী হিসেবে নির্বাচিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরনে শকিদার এমপি। ইন্টারন্যাশনাল ইয়ুথ কমিটির চেয়ারম্যান জয়ন্ত পাত্র প্রতিমন্ত্রীকে শ্রেষ্ঠে যুবমন্ত্রীর পুরষ্কার প্রদান করনে।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে  রবিবার বিকেলে আগে প্রতিমন্ত্রী শালিখা উপজেলার আড়পাড়ায় প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত হতে যাওয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদ, অনুপ কুমার সাহা, জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here