রিপন দাস, বগুড়া ঃ বগুড়া সদর থানা পুলিশ গত রাতে ধরমপুরের গড়ের হাট এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। আই সি ফুলবাড়ী পুলিশ পরিদর্শক মোঃ আম্মার হোসেনের নেতৃর্তে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সাবগ্রামের শ্রাবণ, শহরের জহুরুলনগর এলাকার সামিউল ইসলাম সোয়েব ও গোবিন্দগঞ্জের শাকপালার পরিতোষ কুমার দাস। এস আই শহিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে দুপুরে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।