উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কুলশুর গ্রামে উপজেলার আ’লীগ সভাপতি এসএম হারুণার রশীদের ভাই এস এম মুসার মালিকানাধীন অবৈধ ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওয়াগ্রাম বিআরবি ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক মাধবপাশা গ্রামের টুকু মোল্যার ছেলে মুসা মোল্যা (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গোসল করার পর অসচেতনভাবে ইটভাটায় টানানো তারের ওপর ভেজা লুঙ্গি নাড়তে গেলে শ্রমিক মুসা মোল্যা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে ইটভাটায় কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।