মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে লন
টেনিস মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ হেল বাকি। উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ
মেলায় অংশ নেয়। বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী মেধা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার চেয়ারম্যান ফজলু রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী প্রমুখ।