খবর৭১:
বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারডুবির দুই দিন পর ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে একে একে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌপুলিশের ওসি বেলাল হোসেন।
এর আগে গত বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে একটি ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৪০-৫০ জন চরমোনাই মাহফিলগামী মুসল্লি যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, যাত্রীরা সবাই চরমোনাই মাহফিলে আগত মুসল্লি। তারা নদীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যাচ্ছিলেন। এ সময় কেউ কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সবাই উঠতে পারেননি। পরে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
খবর৭১/এস: