খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন: ইনু

0
383

খবর৭১: রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলকস্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘খালেদা জিয়া এবং বিএনপিকে হিটলারের চাইতে খারাপ’ আখ্যা দিয়ে ইনু বলেন, জেলাখানায় আছে টাকা চুরি মামলার আসামিরা, গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানোর আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচন পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদের রাজনীতি থেকে বিদায় জানাতে চাই। তাই বারবার এটাই প্রমাণিত হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়।

এ সময় কুষ্টিয়ার জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here