পাক তালেবান প্রধানকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

0
376

খবর ৭১: পাকিস্তানের তাহরিকে তালেবানের প্রধান মোল্লা ফজলুল্লাহর তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টম্যান্ট মোল্লা ফজলুল্লাহকে মার্কিন স্বার্থ বিরোধী বেশ কয়েকটি হামলার দায়ে অভিযুক্ত করেছে।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পেশওয়ারের সেনা স্কুলে হামলায় মোল্লা ফজুলুল্লাহকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। এ হামলায় ১৪৮ জন প্রাণ হারিয়েছিল। যাদের অধিকাংশ ছিল শিশু। এছাড়াও নিউ ইয়র্কে টাইমস স্কয়ারেও হামলা চেষ্টায় মোল্লা ফজলুল্লাহকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, তালেবান আমলে সোয়াতে হত্যাযজ্ঞে মোল্লা ফজলুল্লাহর ভূমিকা রয়েছে। এছাড়া নোবেলপ্রাপ্ত মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলার মোল্লা ফজলুল্লাহকে দায়ী করা হয়।

২০১৩ সালে তাহরিকে তালেবানের প্রধান হাকীমুল্লা মাহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর মোল্লা ফজলল্লাহকে সংগঠনটির প্রধান করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র তাকে বিশ্ব সন্ত্রাসের তালিকায় অন্তর্ভূক্ত করে। সূত্র: বিবিসি উর্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here