খবর৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শুক্রবার সকালে তিনি ত্রিপুরার উন্নয়নে সহযোগিতা চাইলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, আজ সকালে বিপ্লব কুমার দেব ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে। তিনি সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীও তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
আজ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি থেকে নির্বাচিত বাংলাদেশের চাঁদপুরের ছেলে বিপ্লব কুমার দেব।
দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
খবর৭১/এস: