মিরপুরে দারোয়ানকে খুন করে মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা

0
368

খবর৭১:রাজধানীর মিরপুরের টোলারবাগের একটি বাসায় ওমর ফারুক (২৩) নামে এক দারোয়ানকে খুন করে মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত একটা থেকে পৌনে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গেটের তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যায়। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) অাশরাফুল অালম বলেন, খবর পেয়ে অামরা তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেলটি পুলিশ ট্র্যাকিং করে মিরপুর বাংলা কলেজের পাশ থেকে উদ্ধার করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here