সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ:সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

0
560

খবর৭১:সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল ও মানুষের যাতায়াতের ক্ষেত্রে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার তিনি এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানবসভ্যতার একটি প্রামাণ্য দলিল হিসেবে ইউনেসকো স্বীকৃতি প্রদান করেছে। বাঙালি জাতির এক যুগসন্ধিক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর দেওয়া এই ধ্রুপদী ভাষণ সারা বিশ্বের বিভিন্ন সংকলন-প্রকাশনায় অন্তর্ভুক্ত হয়েছে।

এ ঘটনা বাংলাদেশের সব জনগণের সংগ্রামী চেতনাকে গৌরবান্বিত করেছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় লাখ লাখ জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে যেন ১৯৭১ সালের ৭ মার্চের মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে। জনসভা পরিণত হয় জনসমুদ্রে। জনসভায় উপস্থিতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে।

জনসভাকে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here