বাগেরহাট প্রতিনিধি :
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, এ্যাড. শরীফা খানম, ঝিমি মন্ডল, পলি আক্তার প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন এনজিও ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।
খবর৭১/জি: