জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা পরিষদের আয়োজনে শার্শা উপজেলায় জাতীয় পাট দিবস-২০১৮ পালিত হয়। উক্ত দিবস উপলক্ষে র্যালি,আলোচনা ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা শুরু হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব পুলক কুমার মন্ডল উক্ত সভার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু।এছাড়া উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মেহেদি হাসানসহ মহিলা ভাইস চেয়ারম্যান,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।সভাশেষে পাট বিষয়ে রচনা প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
খবর ৭১/ ই: