সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উপজেলার কাচঁপুর সিনহা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ বিলাল হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার শ্রেণি শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষক বিল্লাল হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০১ সালেও সোনারগাঁও উপজেলায় শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা হল এম.এস.সি: এম.এড। প্রথমে নিজ গ্রামে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘরতেওতা উচ্চ বিদ্যালয় ও পরে সোনারগাঁওয়ে মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) হিসাবে শিক্ষকতা করেছেন বর্তমানে কাচঁপুর সিনহা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) হিসাবে কর্মরত আছেন।
বিলাল হোসেন দীর্ঘদিন ধরে জনকন্ঠ, প্রথম আলো, ইত্তেফাক, সকালের খবর সহ বহু জাতীয় পত্রিকা শিক্ষা বিষয়ক কলামিষ্ট হিসাবে শিক্ষা প্রদান করিয়া আসছেন। নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে মাস্টার ট্রেইনার হিসাবে স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাদের মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রশিক্ষন প্রদান করছেন। বাংলাদেশ গণিত সমিতি, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আজীবন সদস্য।
সিনহা স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষক ২০১৭ইং সালে আন্তর্জাতিক গণিত সম্মেলন, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে দেশের বাহিরে দুই মাস (ডব্লিউ.ই.টি.টি.ভি.ই.সি) ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং এন্ড রিসোর্স, চেন্নাই তালিমনাড়–, ভারতে অংশগ্রহন করেন।
এছাড়াও আন্তর্জাতিক সেমিনার পি.এস.আর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেভাকাশি, তালিমনাড়– ভারতে অংশগ্রহন করেন। আন্তর্জাতিক সম্মেলন অরুনাই ইঞ্জিনিয়ারিং কলেজ তামিলনাড়–, ভারত অংশগ্রহন করেন। বর্তমানে বাংলাদেশ লেখক শিক্ষক ফোরাম, ঢাকা এর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া সায়েন্স ক্লাবে প্রতিষ্ঠা সম্পাদক। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা কাউন্সিল মহান স্বাধীনতা সম্মাননা ২০১০ইং পদক লাভ করেন। পেশাগত দক্ষতার পাশাপাশি আগামি দিনগুলো যেন সফলতার সাথে অতিক্রম করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
খবর৭১/এস: