জামালগঞ্জে কাজে গাফলতির জন্য ১১জন পিআইসির বিরুদ্ধে থানায় জিডি

0
462

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওর রক্ষা কাজে নিয়োজিত ১১জন পিআইসি সভাপতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।গতকাল শনিবার রাত ১০টায় পাউবোর দায়িত্ব প্রাপ্ত শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস স্বাক্ষরিত একটি অাবেদন জামালগঞ্জ থানায় দাখিল করা হয়।লিখিত আবেদন সূত্রে জানা যায়,এসব পিআইসি গণ হাওর রক্ষা কাজে গাফলতি করছেন। দ্রুততম সময়ের মধ্যে শতভাগ গুণগত মান বজায় রেখে যথাযথ ডিজাইন, পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পাদন করতে পারবে বলে প্রতিয়মান হচ্ছে না।উপরন্ত তাদের দ্বারা হাওরের ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে।বিধায় এসব পিআইসির বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হয়েছে।যে সব পিআইসি সভাপতির বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা হলেন, ১৪নং পিআইসি সভাপতি আব্দুল মতিন,৫৯নং পিআইসি সভাপতি সারোয়ার হোসেন,৭৬নং পিআইসি সভাপতি আব্দুল হাসিম,৮৮নং পিআইসি সভাপতি রাধা রমন সরকার,৯০নং পিআইসি সভাপতি আব্দুল তায়েব,৯১নং পিআইসি সভাপতি বিনয় তালুকদার, ৯৬নংপিআইসি সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, ৯৭নং পিআইসি সভাপতি হরিধন সরকার,৮১নংপিআইসি সভাপতি মজবুল মিয়া,৮৭নংপিআইসি সভাপতি ভানু চত্রুবর্তী,৮৩নংপিআইসি সভাপতি জামাল হোসেন।জামালগঞ্জ থানার আফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান সিদ্দীকি বলেন,পিআইসিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।জিডি নং ১০১.তারিখ ৩/৩/২০১৮ইং।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here