সুন্দরগঞ্জে আ’লীগ প্রার্থীর জরিমানা

0
387

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দ্বিতীয় দফা উপ- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ’লীগ (নৌকা) মনোনীত প্রার্থী আফরুজা বারী’র ১০ হাজার টাকা জরিমানা ও ১ম বারের মতো সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়াস্থ প্রয়াত এমপি মঞ্জুরুল লিটনের বাসভবনে প্রতিদিনের ন্যায় লোক জমায়েত করে আপ্যায়ণের সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমান এ আদেশ প্রদান করেন। এসময় ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক। এ ব্যাপারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক’র সঙ্গে পৃথক পৃথকভাবে মোবাইল ফোণে কথা হলে; তাঁরা এ তথ্য নিশ্চিত করে বলেন- আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রথম বারের মতো ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে। তবে এসময় প্রার্থী আফরুজা বারীকে পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন এ উপ-নির্বাচনকে সামনে রেখে উক্ত বাস ভবনে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীর আহবানে উপজেলার সকল মসজিদের ইমাম-মোয়াজ্জেম, সভাপতি-সেক্রেটারী, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও এতিম খানার শিক্ষকদের সাঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আ’লীগের সভাপতি সামস-উল-আলম হিরু, সাধারণ সম্পাদক- আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এরপর নৌকা প্রতীকের পক্ষে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর, বুড়–য়ারহাট, মাঠেরহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here