পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার নৈর নদীর উপর সংকীর্ণ বাঁশের সাঁকোটি নষ্ট হওয়ায় ঝুকির মধ্য দিয়ে চলাচল করছে স্থানীয় দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বসাধারণ। সময়ের প্রয়োজনে এলাকাবাসী এ সাঁকোটি মেরামত অথবা ব্রীজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরআবাদ পশ্চিমপাড়া জামে মসজিদের কাছে কয়েক বছর আগের স্থানীয়রা নৈর নদীতে বাঁশের সাঁকো নির্মাণ করেন। এটি নির্মাণের ফলে ২ কিলোমিটার পথ অতিক্রম করে সর্বসাধারণকে চলাচল করতে হয় না। অল্প সময়ে নদী পার হয়ে এপার থেকে অপরের লোক সহজে যাতায়াত করছে। পূর্ব গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়–য়া কোমলমতি ছাত্র-ছাত্রীরা অতি সহজে অল্প সময়ে এ সাঁকো দিয়ে যাতায়াত করছে। কিন্তু তা নষ্টের উপক্রম হওয়ায় যাতায়াতের জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় হাফেজ আব্দুল হাকিম বলেন, আমরা দীর্ঘ পথ ঘুরে যাতে এ সকল বিদ্যালয় কিংবা উপজেলা সদরে না আসতে হয় এ জন্য কয়েক বছর পূর্বে এ সাঁকোটি নির্মাণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতি নির্বাচনের আগেই এ নদীর উপর ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও আজ পর্যন্ত ব্রীজের বিষয়টি কেউ আমলে আনেনি। এমতাবস্থায় চলতি বছরেই সর্বসাধারণের স্বার্থে এ নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খবর৭১/এস: