পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি খুলনায় আগমনে পাইকগাছা-খুলনা-কয়রা সড়কে শনিবার কোন গাড়ি চলাচল না করায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। সকল যাত্রীবাহী বাহন, পিকআপ এ উপলক্ষ্যে ভাড়া করায় বাসস্ট্যান্ডসহ সড়কগুলো ফাঁকা অবস্থা বিরাজ করছিল। তবে প্রধান সড়কের উপর বাস না থাকায় স্থানীয় ছোট-খাটো বাহনগুলো বেশ সাচ্ছন্দ্যে চলাচল করছিল। শনিবার সকাল ৯টা থেকে এ অবস্থা বিরাজ করছে।
খবর৭১/এস: