জহির রায়হান-সিরাজগঞ্জঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ও কারাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক জুয়েল উপজেলার প ক্রোশী ইউনিয়নের চর কালিগঞ্জ এলাকার বাসিন্দা। উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ জানান, “জুয়েলের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্ট ছিল”।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিকিড়া এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
খবর৭১/এস: