খবর ৭১ ভোলাঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মক্তির দাবীতে গত কাল বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট বিতরন করেছেন। দলীয় কার্যালয়ের চত্বরে লিফলেট বিতরনের উদ্ভোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। ভোলা শহর থেকে গ্রামেও লিফলেট বিতরন ছড়িয়ে পরে। ভোলা সদর উপজেলাসহ ৭টি উপজেলায় ১৫ লাখ লিফলেট বিতরন করা হয়েছে বলে জানান বিএনপির নেতারা। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আঃ কাদের সেলিম, পৌর যুবদলের আহবায়ক ফারুক কিদারসহ অন্যান্য সংগঠনের নতারা উপস্থিত ছিলেন।
খবর৭১/এস: