লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৪

0
323

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক বিদ্যাপীটের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতরা লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়ার হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক বিদ্যাপীটের পরিচালনা পর্ষদের নিবার্চন গত ২৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন সমর্থিত প্যানেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত প্যানেল নির্বাচনে অংশগ্রহন করে। নির্বাচনে দাউদ হোসেনের প্যানেল পরাজিত হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে দীননাথপাড়া গ্রামে দুগ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে মাহাবুর ফকির, রেজাউল মোল্যা, দুলাল মোল্যা, কামরুল মোল্যা, মিজান মোল্যা,আরিফুল, খসরু জমাদ্দার,তবি জমাদ্দার, মুজিম জমাদ্দার, মিলন জমাদ্দার, হবিবর মোল্যা, আজিম জমাদ্দার ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
খবরর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here