মইনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ‘রোটারী স্কুল অব হবিগঞ্জ সেন্ট্রাল’ এর অভিভাবক সমাবেশ ও কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে রোটারী ক্লাব হবিগঞ্জ সেন্ট্রাল।
সংগঠনের জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক জাহেদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, ডা. আল আমিন সুমন, কবি তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবদুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
পরে শিক্ষার্থীদের ১৩ জন অভিভাবককে শাড়ি কাপড় দেয়া হয়। উল্লেখ্য, গত ৫ মাস আগে শায়েস্তাগঞ্জে ছিন্নমুল শিশুদের নিয়ে এই স্কুলটি যাত্রা করে।
খবর ৭১/ এস: