বাগেরহাটে মহিলা পরিষদের সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

0
393

বাগেরহাট প্রতিনিধি:
ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় আজ দুপুরে বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাটের নারী নেত্রী বাম নেতা শিল্প সমাদ্দারের মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি, কমিউনিস্ট পার্টির সদস্য ও স্কুল শিক্ষিকা শিল্পী সমাদ্দারের (৬৬) মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বিকালে তার লাশ বাগেরহাট এসে পৌছালে সবাই কান্নয় ভেঙ্গে পড়েন। তার দীর্ঘ দিনের কর্মস্থল বাগেরহাট মহিলা পরিষদ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিষ্ট পার্টির কার্য্যলয়ে নেয়া হলে ফুল দিয়ে তাকে চীর বিদায় জানানো হয়। সন্ধ্যায় বাগেরহাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্য হবে । মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাটের নারী নেত্রী বাম নেতা শিল্প সমাদ্দারসহ তিনজনের মৃত্যু হয়। ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) দুর্নীতি বিরোধী একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। সিপিবি’র বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল বলেন, দুই দিন আগে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যান। মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি ফেরার পথে শিল্পী সমাদ্দার সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন। তারা চার ভাই তিন বোন ছিলেন। শিল্পী সমাদ্দার ছিলেন সবার বড়। তিনি আমাদের কাছে প্রিয় শিল্পী দী নামেই পরিচিত ছিলেন। সদালাপী শিল্পী দীর শূন্যতা পুরণ হবার নয়। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here