খবর৭১:রবিবার আফগানিস্তানে কয়েকটি সেনা অভিযানে অন্তত ২৮ জঙ্গি নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।
আফগান সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের পাশতুন কোট জেলায় এক সেনা অভিযানে ১৬ জঙ্গি নিহত হয়েছেন। এই সেনা অভিযানে ছয় জন আহত হন ।
এদিকে, আফগান বিমানবাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ৬ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি অভিযানে তিন জঙ্গি নিহত ও অপর তিন জন আহত হয়েছেন।
এছাড়া, বালখ প্রদেশের চেমতাল জেলায় এক বিমান হামলায় তিন জঙ্গি নিহত হয়েছেন।
খবর৭১/জি: