খবর৭১:সিরিয়ার গৌতায় মানবিক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে, শনিবার ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে সিরিয়ার গৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, গত এক সপ্তাহে ওই অঞ্চলে ৫৪০ জন মারা গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই বিদ্রোহী অধ্যূষিত এলাকায় আক্রমণ চালায় সিরিয় বাহিনী।
রবিবার বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পূর্ব গৌতার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে, ত্রাণ সংস্থা ‘সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি’ জানায়, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে, এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
খবর৭১/জি: