মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ॥ হামলা, ভাংচুর ও পুলিশে কাজে বাধা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের ৪৪ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে হাইকোর্টের বিচারক ছয় সপ্তাহের জন্য এ জামিন মঞ্জুর করেন।
এর আগে ৯ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জের ৪৪ নেতাকর্মীকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন এসআই জাকির হোসেন। এর আগে এইদিন বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের দ্বিমুখি সংঘর্ষে পুলিশ আহত হয়।
মামলায় জামিন প্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, রুশন আলী, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, যুবদল নেতা আবুল বাশার ইসা, শাহ আলম, বিএনপি নেতা রাকিবুল হাসান নওশাদ, পৌর শ্রমিকদলের সভাপতি আকিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক সুমন মিয়া, ফজর আলী, খোকন শাহী ধনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, যুগ্ম আহ্বায়ক সামছুল আলম রিপন, তৌহিদুল হক, ফারুক মিয়া, সবুজ মাষ্টার, ইউনিয়ন যুবদল নেতা শাহ আলম, শাহাব উদ্দিন জামায়ত নেতা প্রভাষক অলিউল্লাহ জহির, ইয়াসিন খান, আব্দুল মজিদ সহ আরো অনেকেই।
খবর ৭১/ইঃ