আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব, ঢাকাটাইমস ও চ্যানেল- এসএ’র জেলা প্রতিনিধি জাভেদ হোসেনের বিরুদ্ধে সদর থানায় দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ঘটিকার বিএমএসএফ’র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে যুগ্ম আহবায়ক খালেদ হোসেনের নেতৃত্বে প্রদানকৃত স্মরকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় ছিলেন- বিএমএসএফ’র জেলা কমিটির আহবায়ক- আব্দুল হান্নান আকন্দ, যুগ্ম আহবায়ক-আশরাফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য- রবিন সেন, বিপ্লব, সিরাজুল ইসলাম রতন, আশরাফুজ্জামান সরকার প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেন তার বাবার দোকানের পিঁছনের জায়গা দখল করতে দখলদারকে বাঁধা দেয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আহত জিহাদ হোসেনের স্ত্রীর দায়ের করা মামলায় নিজেকে বাঁচাতে উক্ত আসামীরা থানা পুলিশের যোগসাজশে সাংবাদিক জাভেদ হোসেনের নামে থানায় মিথ্যা চাঁদাবাজীর মামলা করেন। ১২ ফেব্রুয়ারী রাতে মামলাটি করেন শহরের পুর্বপাড়া এলাকার মৃত মকবুলার রহমানের ছেলে মাহাবুবার রহমান। এরআগে গত ১১ ফেব্রুয়ারি মাহাবুবার রহমানের নামে সদর থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম। এরপর থেকে সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত এ মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে।
খবর৭১/এস: