বঙ্গবন্ধুর সমাধিতে এনআরবিসি ব্যাংক ও বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

0
359

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র ও রাশিয়া শাখা।
শুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যানের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অডিট চেয়ারম্যান রফিকুল ইসলাম আরজু, সহকারি অফিসার মো: আকতারুজ্জামান, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাতাঁর ফেডারেশনের সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র ও রাশিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও মাজার পরিদর্শন করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here