খবর৭১: পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে একটি দ্বিতল বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৬০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে ৪৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে আরিকুইপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে চলা দুই তলা বাসটি চালা এলাকা থেকে ছেড়ে আসে। চার ঘণ্টা পর দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানোর পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে ২৬০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪৪ যাত্রী নিহত হয়। তবে কতজন আহত হয়েছেন সেই সংখ্যাটা জানা যায়নি।
আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে টুইটারে বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
খবর৭১/জি: