দ. কোরিয়ায় বাংলাদেশীর সংখ্যা ১৬ হাজার ছাড়ালো

0
492

খবর৭১: কোরিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। কোরিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী গত এক দশকে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশীর সংখ্যা ১৬ হাজার ছাড়ালো।

গত ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশীর সংখ্যা ১৬ হাজার ৬৬ জন। যার মধ্যে ১৫ হাজার ১০৩ জন পুরুষ এবং ৯৬৩ জন নারী। সম্প্রতি কোরিয়া ইমিগ্রেশন ২০১৭ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কোরিয়াতে বসবাসকারী বিদেশীদের উপর একটি রিপোর্ট প্রকাশ করে।

বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে ইপিএস কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। ইপিএস কর্মীর সংখ্যা ১০ হাজার ৫১৬ জন। ২০১৪ সালের নভেম্বরে ইপিএস কর্মীর সংখ্যা ছিল নয় হাজার ৭৭০ জন।

অন্যদিকে কোরিয়ায় সবচেয়ে বেশি বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার ১৮ জন। দুই বছর আগে এই সংখ্যা ছিল ৫৮১ জন।

রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, ৬৫৪ জন জি১ ভিসা নিয়ে আশ্রয়প্রার্থী হিসেবে কোরিয়া বসবাস করছেন। এছাড়া প্রফেশনাল ভিসা (ই৭) নিয়ে ১৫৮ জন, রেসিডেন্সী ভিসা (এফ২) নিয়ে ২৭৮ জন, পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা (এফ৫) নিয়ে ৮১ জন, প্রফেসর ভিসায় (ই১) ১২ জন, গবেষণা ভিসায় (ই৩) ৯০ জন কোরিয়ায় রয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here