সোনারগাঁওয়ে ছিনতাইকারী আটক

0
475

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর এলাকায় রোববার ছিনতাই করে পালানোর সময় উজ্জল নামের এক ছিনতাইকারীকে আটক করে গন পিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।গতকাল রোববার এ ঘটনা ঘটে। আহত ছিনতাইকারীকে প্রাথমিক চিকিৎসা শেষে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ছোট সাদিপুর পলী বিদ্যুৎ সাব ষ্টেশনের সামনে যানজটের মধ্যে আটকে পড়া একটি পন্যবাহী ট্রাকে দু’জন ছিনতাইকারী হানা দেয়। এসময় ট্রাক চালককে অস্ত্রের মূখে জিম্মি করে চালক ও হেলপারের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলসেট ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চালক ও হেলপার চিৎকার দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে উজ্জল নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। এসময় অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসী আটককৃত ছিনতাইকারকে পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃত ছিনতাইকারী উজ্জল গজারিয়া উপজেলা বালুয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোরশেদ আলম বলেন,আটককৃত ছিনতাইকারীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here