রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক আজ

0
401

খবর৭১: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে আজ।

মঙ্গলবারের (১৩ ফেব্রুয়ারি) এ বৈঠকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।

আট দেশের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, কাজাখস্তান ও গিনি রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তাব দেয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমার সামরিক বাহিনীর বর্বরোচিত নির্যাতনের কারণে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী- গত বছরের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা। সব মিলিয়ে এখন বাংলাদেশে ১০-১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here