নারী বিদ্রোহীদের যৌনাঙ্গে ‍গুলির নির্দেশ দুতের্তের

0
460

খবর৭১: ফের বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা কুড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সরকারের বিরুদ্ধে লড়াইয়ের শাস্তি হিসেবে নারী কমিউনিস্ট বিদ্রোহীদের যৌনাঙ্গে ‍গুলি করা উচিত- এমন মন্তব্যের পরই এই নিন্দায় পড়লেন দুতের্তে।

এর আগেও বিভিন্ন সময়ে নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন ফিলিপিনো প্রেসিডেন্ট। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের ফিলিপাইন প্রতিনিধি কার্লোস কন্ডে বলেন, ‘তার এই মন্তব্য সশস্ত্র সংঘাতে নারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীর যৌন নিপীড়নকে উস্কে দেবে।’

দুতের্তে তার মন্তব্যে বলেছিলেন, ‘আমরা ঠিক তোমাদের যৌনাঙ্গে গুলি করবো। আর যদি যৌনাঙ্গ না থাকে, তবে তোমার ব্যবহারোপযোগী না।’

ঘর-সংসার বাদ দিয়ে এভাবে কমিউনিস্ট আন্দোলনে যোগ দেয়ার জন্য নারী যোদ্ধাদের নিন্দাও জানান তিনি। এদিকে দুতের্তের এই মন্তব্যের সমালোচনা করেছেন তার দেশের রাজনৈতিক নেতারাও।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here