খবর৭১: শীতকালীন অলিম্পিক আয়োজনে ‘অসাধারণ’ ভূমিকা ও উত্তর কোরিয়াকে আমন্ত্রণ জানানোয় দক্ষিণ কোরিয়ার প্রশংসা করেছেন কিম জং-উন।
এর আগে দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিমের বোন কিম ইয়ো-জং। তিনি নিজ দেশে ফিরে যাওয়ার পরই দক্ষিণকে ধন্যবাদ দিলেন কিম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, অলিম্পিকে দেশটিকে প্রাধান্য দেয়ায় দক্ষিণকে ওই ধন্যবাদ দিয়েছেন কিম। দক্ষিণ কোরিয়ায় উত্তরের এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
তবে পশ্চিমা নেতারা ও গণমাধ্যমের ধারণা, ক্রীড়ায় অংশ নিতে সুযোগ দেয়ার মাধ্যমে নিজ দেশের পক্ষে প্রোপাগান্ডা চালানোর একটি সুযোগ করে দেয়া হয়েছে উত্তর কোরিয়াকে।
কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিনিধিদের কাছ থেকে সফরের প্রতিবেদন পেয়ে কিম জং-উন সন্তুষ্টি ব্যক্ত করেছেন।’
খবর৭১/জি: