খবর৭১:বলিভিয়ার অরুরো শহরের একটি কার্নিভাল উৎসবে গ্যাস কন্টেইনার বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে বলিভিয়ার লা পাজ শহরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতি বছর অরুরোর কার্নিভাল অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করে থাকে। খবর বিবিসি।
শনিবার সন্ধ্যায় কার্নিভাল অনুষ্ঠানের একটি দোকানে একটি গ্যাস কন্টেইনার বিস্ফোরিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে বহু মানুষ জড়ো হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিন শিশু নিহত হয়েছে। বেশ কয়েকজন শিশু আহতও হয়েছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিনি শোকাহত।স্থানীয় গণমাধ্যমের খবরে ওই বিস্ফোরণের ঘটনাকে একটি দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
দুইশো বছর ধরে অরুরোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এই কার্নিভালকে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। প্রতি বছর প্রায় ছয় হাজার নৃত্যশিল্পী এবং প্রায় সাড়ে চার লাখ মানুষ এই কার্নিভালে অংশ নেয়।
খবর৭১/জি: