ধর্ষণ-হত্যার দায়ে ৪ পাকিস্তানির শিরশ্ছেদ

0
748

খবর৭১: ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি আরবে চার পাকিস্তানিকে শিরশ্ছেদ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের শীর্ষস্থানীয় দৈনিক সৌদি গেজেটে এ খবর প্রকাশ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- লিয়াকত হোসেন, সাজেদ আলী, মোহাম্মদ তাকিব ও ফয়সাল মুনির।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে , চার পাকিস্তানির বিরুদ্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক নারীকে ধর্ষণ ও হত্যা এবং তার কিশোর ছেলেকে বলাৎকারের অভিযোগ ছিল। এছাড়া চার ব্যক্তির বিরুদ্ধে ওই নারীর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগও প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে এ পর্যন্ত সৌদি আরবে ২০জনকে বিভিন্ন অপরাধে শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে গত বছরের ১০ জুলাই এক পাকিস্তানি নাগরিকসহ দশজনকে মাদকপাচার ও হত্যার অভিযোগে শিরশ্ছেদ করা হয়। দেশটিতে একদিনে সর্বোচ্চ শিরশ্ছেদের ঘটনা ছিল তা। ২০১৭ সালে সৌদি আরবে ১৪১ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here