শায়েস্তাগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

0
313

 

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর কারাদন্ডে রায় ঘোষণায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইট পাটকেলের আঘাতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক ফাহিন হোসেন, শ্রমিকদলের আহ্বায়ক আতিকুর রহমান টিপুসহ অনেকই।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দাউদনগর বাজার থেকে স্টেশন রোডে যাবার পথে পুলিশ ধাওয়া করে। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে শুরু ইটপাটকের ছুড়াছুড়ি। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে পরিস্থিতি মোকাবেলায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here