খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে ঘিরে রাজধানীতে সৃষ্ট উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকা শহরে গাড়ি এবং মোটরসাইকেলের অ্যাপস ভিত্তিক সব রাইড শেয়ারিং বন্ধ থাকবে।
বৃহস্পতিবার পাঠাও ও মুভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বার্তায় পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে- পাঠাও রাইডস সার্ভিস ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। পাঠাও ফুড ঢাকার কিছু নির্দিষ্ট স্থানে চালু থাকবে। আমাদের সার্ভিস পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে অবহিত করা হবে।’