খবর৭১:বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত রয়েছে। গত বছরের মতো এবারও বাংলাদেশের অবস্থান ১২৮তম। ১৮০টি দেশ নিয়ে সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে শূন্য দশমিক এক পয়েন্ট বেড়ে এবার ৫৫ দশমিক এক শতাংশে রয়েছে। তবে মোটাদাগে কোনো পরিবর্তন হয়নি।
তবে দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। এছাড়া শীর্ষ তিনে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড। সবার নীচে রয়েছে উত্তর কোরিয়া। ইরাক, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও লিচেনস্টেইনকে সূচক থেকে বাদ দেয়া হয়েছে।
খবর৭১/জি: