খবর৭১: আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাতে রয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্টে নয় নম্বরে। আর তাই আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জিততে পারলে ক্যারিবিয়ানদের টপকে আটে উঠে আসতে পারত টাইগাররা।
এখনও সুযোগ বাংলাদেশের। ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার শেষ টেস্ট ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে তো কথাই নেই, ড্র হলেও প্রথমবারের মতো আটে উঠে যাবে বাংলাদেশ। আর তাই টেস্টে আটে উঠতে পারলে তা হবে বাংলাদেশের জন্য অনেক বড় এক অর্জন। এমনটাই মনে করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য ইয়োন্ডার মিউজিক অ্যাপের অ্যাম্বাসেডর ও অংশীদার হিসেবে সাকিবের নাম ঘোষণা করা হয়। এ সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দলগত পারফরম্যান্স প্রমঙ্গে এসব কথা বলেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন,‘আমার কাছে মনে হয়, এটা বড় একটা অর্জন হবে। টেস্টে উন্নতির যে ধারা আমাদের গত কিছুদিন ধরে ছিল, তা বজায় থাকলে এর ফলটাও আমরা দেখতে পাবো। আমরা বুঝতে পারছিলাম যে, আমরা উন্নতি করছি। কিন্তু এর লিখিত একটা স্বীকৃতিও দরকার। সেটা আমার কাছে মনে হয়েছে দ্রুত আসবে।’
টেস্টে বাংলাদেশ আটে উঠতে পারলে অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন সাকিব।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘ এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। কারণ, অন্য ফরম্যাটে অতি দ্রুত আগে পিছে আসা সম্ভব। কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে আসা একটা সময়ের ব্যাপার। আমি বিশ্বাস করি চ্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও রিয়াদ ভাই ওভাবেই সমর্থন করবে এবং দল লিড দিবে। ফলে আমরা সাফল্যও পেতে পারি। ইনশাল্লাহ র্যাঙ্কিংয়ে আট নম্বরে আসতে পারবো। ’
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে তাই বেশি আশাবাদী করে তুলেছে সাকিবকে। মনে করছেন, ঢাকাতেও বাংলাদেশ আরও ভালো করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘ আমি আসলে আশাবাদী। আমি মনে করি ঢাকা টেস্টেও ভালো একটা লড়াই হবে। চট্টগ্রামে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্টে সেটা আমাদের অনেক কাজে দেবে।’
খবর৭১/এস: