১৩ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন অভিনেতা তাপস পাল

0
372

খবর৭১:১৩ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন অভিনেতা ও ভারতের তৃণমূল সাংসদ তাপস পাল। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় তিনি ছাড়া পেয়েছেন।

ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থা রোজভ্যালি থেকে বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাপস পালকে পাঠিয়ে দেওয়া হয় ভুবনেশ্বরের কারাগারে। সেখানেই এত দিন ছিলেন তিনি। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কটকের বিশেষ আদালত গত ১ ফেব্রুয়ারি তার জামিন মঞ্জুর করেন।

রোজভ্যালি আর্থিক দুর্নীতির খবর ফাঁস হওয়ার পর নাম উঠে আসে তাপস পালের। তিনি রোজভ্যালি সংস্থার চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন। এই সংস্থা থেকে তাপস পাল প্রচুর আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ। এমনকি তার স্ত্রী এবং মেয়েকেও তিনি আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তাপস পালকে গ্রেপ্তার করে। কয়েকবার আদালতে জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। শনিবার জামিনে মুক্তির পর যে বেসরকারি হাসপাতাল তাপস পাল ভর্তি ছিলেন সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here