খবর৭১:আগামীকাল সোমবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ জরুরি প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় নির্ধারণের জন্য এ বৈঠক ডাকা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য বিষয় সভা শেষে জানানো হবে।
তবে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানান, দেশের রাজনীতিতে এখন উত্তাপ বিরাজ করছে। বর্তমান পরিস্থিতি, সামনের দিনগুলোতে সম্ভাব্য গতিপ্রবাহ এবং আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য জরুরি এ প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান।
খবর৭১/জি: