পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৯

0
273

খবর৭১:পাইকগাছা(খুলনা)
পাইকগাছার সোলাদানার টেংরামারি গ্রামে গতকাল শনিবার সকালে বসত-ভিটার জমি নিয়ে দখল-পাল্টা দখল ও হামলায় মহিলাসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়,উপজেলার সোলাদানা ইউনিয়ংনের টেংরামারি গ্রামের ধীরেন্দ্র নাথ মন্ডলের ছেলে বিমল মন্ডল তার পৈত্রিক সম্পত্তির দাবিতে বসত-বাড়ীতে তার সন্তানদের নিয়ে অবস্থান করছিল। এমন সময় সকাল ১০ টার দিকে প্রতিপক্ষ মৃত পঞ্চরাম মন্ডলের ছেলে সুধান্য মন্ডলের নির্দেশে তার লোকজন বিমলদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এতে মহিলা সহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন,অরুন,তাপস,নিরান,অমল,শুশিলা,শেফালী,কনিকা শ্রীমতি ও বিমল মন্ডল। আহতদের চোয়াল,মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে । এর আগে সেখানে যেকোন ধননের অপ্রতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ উভয় পক্ষকে নির্দেশ দিয়েছিল। এসময় তাদের ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। তবে নির্দেশনা অমান্য করে পরিতোষ-সুধান্য মন্ডল গংরা এ ঘটনা ঘটিয়েছেন বলে চিকিৎসাধীন আহত অরুন-তাপস মন্ডলরা অভিযোগ করেছেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here