গোদাগাড়ীতে এরফান অটো রাইস মিলে ট্রাক ভর্তি চাউলে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক

0
434

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ৪ টার দিকে গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক হাসান আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী টেলিফোন অফিসের সামনে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- ট- ১৮-৬৬৬২ এরফান অটো রাইস মিলের চাউল ভর্তি ট্রাকে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার দক্ষিণ সাকুপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার জুয়েল রানা (২৫) ও ট্রাকের হেলপার একই উপজেলার খেসবা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিঠন (২২)। আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল একরামুল হক জানান, চাউল ভর্তি ট্রাকে অভিনব কায়দায় দীর্ঘ দিন থেকে ফেন্সিডিল বহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আসামীদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করবে থানা পুলিশ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here