জগন্নাথপুর প্রতিনিধি:
আমেরিকান বাংলাদেশী ওয়েল ফেয়ার অরগেনাইজেশন ইউ এস এ ইনক্ ও সোসাইটি অফ বর্নস নিউ ইয়র্ক ইন্ক’র যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের হবিবপুর শাহপুর এলাকার মারফত আলী ভবন প্রাঙ্গনে চাল বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন প্রবাসী বাংলাদেশীরা সরকারের পাশাপাশি দেশ ও জনগনের আর্ত সামাজিক উন্নয়নসহ অসহায় দরিদ্রদের কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশী ওয়েল ফেয়ার অরগেনাইজেশন ইউ এস এ ইনক্ ও সোসাইটি অফ বর্নস নিউ ইয়র্ক ইন্ক’র মহতি উদ্যোগে প্রতি অভিনন্দন জানিয়ে বলেন দেশের প্রতিটি দুর্যোগময় সময়ে প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে নিজ এলাকায় এসে দরিদ্র জনগোষ্টির কল্যানকর ভুমিকা রাখছেন উল্লেখ করে সংস্থার সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অরগেনাইজেশন ইউএসএ ইনক্’র প্রতিষ্টাতা সভাপতি এবং ট্রাস্ট্রি বোর্ড চেয়ারম্যান আব্দুস শাহিদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাপ্তাহিক সুরমা এক্্প্রেস পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু হোরায়রা ছাদ মাষ্টার, বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল ইসলাম হীরা, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার দিলোয়ার হোসেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মন্তাজ আলী, হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ, মঞ্জুর আহমদ পাকি, হাজি হারুনুজ্জামান হারুন, যুক্তরাজ্য প্রবাসী ইছরাক আলী, সাবেক ইউপি সদস্য আছকন আলী, সমাজসেবী শফিক আলী, এম এ নূর, আফু মিয়া, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন, সমছুল হক সমছু, আব্দুল বশির, সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। পরে পৌর সভার ৪নং ওয়ার্ডের হবিবপুর এলাকার ৫শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে।
খবর ৭১/ এস: