এক্সটার্নাল পিয়ার রিভিউ টিমের সাথে ইবি উপাচার্যের মতবিনিময়

0
368

রুমি নোমান ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আই কিউ এসি’র এক্সটার্নাল পিয়ার রিভিউ টিমের সাথে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সেল্ফ এসেসমেন্ট রিপোর্ট রিভিউ অবজারভেশন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, মালয়েশিয়ার পারলিস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর অধ্যাপক ড. হারশিতা এইনি হারুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহান, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. হালিমা খাতুন ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here