উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: অত্যন্ত সুকৌশলে ভ্রাম্যমানভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি হচ্ছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে নড়াইল থানার ওসি (তদন্ত) হরিদাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই আনিচ ও এএসআই মনির রবিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই ভ্রাম্যমান মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নুতন গ্রামের বাসিন্দা লুৎফর বিশ্বাসের ছেলে আজম (২৪) ও নড়াইলের সদর উপজেলাধীন ধুড়িয়া গ্রামের বাদশাহ মোল্যার ছেলে বাইজিদ মোল্যা (২২)। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আনোয়ার হোসেন নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে, জানান পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী থানা পুলিশের অভিযানে আমরা তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী ইয়াবা ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ইয়াবা ব্যবসায়ী যত বড়ই ধুরন্ধর হোক না কেন কোনো প্রকার সুপারিশে কাজ হবে না। তিনি আরও বলেন, নড়াইলকে মাকদমুক্ত ঘোষণার পরে মাদকবিলুপ্ত হয়ে গেছে। ভ্রাম্যমান মাদকব্যবসায়ীরা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নড়াইলে প্রবেশ করানোর পায়তারা করছে। এ বিষয়ে দুই মাদকবিক্রেতার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
খবর ৭১/ ই: