নড়াইলে ছাগলের খামারে আগুন ১০০-ছাগলের মৃত্যু

0
563

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে আগুন লেগেছে। এতে প্রায় দেড়শ ছাগলের মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রতিবেশী গাজী সাজ্জাদুল হক পিকুল হোসেন জানান, ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে রাত ২টার দিকে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা টের পায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আধাঘণ্টার অধিক সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ছাগলগুলো পুড়ে মারা যায়। খামারের মালিক জামাল হোসেন জানান, তার খামারে ছোটবড় দিয়ে ১৪৫টি ছাগল ছিল। এর মধ্যে দুইটি ছাগল বেঁচে আছে। বাকি সব ছাগল পুড়ে মারা গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জামাল হোসেনের ছাগলের খামারটি তার বাড়ি থেকে ৪শ গজ দূরে। এছাড়া তার একটি টার্কি মুরগী ও একটি পাকিস্তানি মুরগির খামার রয়েছে। ওই গ্রামের এইচ এম মাসুদ শুভ জানান, নড়াইলের কালিয়া উপজেলায় কোনো ফার্য়ার সার্ভিস স্টেশন নেই। আগুন লাগলে নড়াইল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং নদী পারপারের ঝামেলা থাকায় অগ্নিকাণ্ড ঘটলে এক ঘণ্টায়ও পৌঁছাতে পারে না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। নড়াইলের সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে, জানান, তিনি খবরটি শুনেছেন। ঘটনাস্থলে যাবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনো সহযোগিতা করা যায় কিনা সে ব্যাপারেও চেষ্টা করবেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here